ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নদী খনন না করলে নগরীর উন্নয়ন হবে না ॥ কেসিসি মেয়র

প্রকাশিত: ২১:৩৫, ২১ অক্টোবর ২০২০

নদী খনন না করলে নগরীর উন্নয়ন হবে না ॥ কেসিসি মেয়র

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, নদীর নব্য বৃদ্ধি না করে শুধু উঁচু বেড়িবাঁধ নির্মাণ করলে সুফল আসবে না। রূপসা এবং ভৈরব খনন না করলে খুলনা নগরীরও সার্বিক উন্নয়ন হবে না। তিনি মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে মানসম্মত, পরিবেশবান্ধব, টেকসই বাঁধ নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও সংস্কারে স্বচ্ছতা এবং সময় উপযোগিতা নিশ্চিতকরণ সংল্ডান্ত পরামর্শ সভায় এ কথা বলেন। বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তর ও কেয়ার যৌথভাবে এই সভার আয়োজন করে। কেসিসি মেয়র আরও বলেন, নদী রক্ষা ও নদীর বাঁধ নির্মাণে স্থানীয় সরকার ও জনপ্রতিনিধিদের জোরালো ভূমিকা রাখতে হবে। ৬০ এর দশকে নির্মিত বেড়িবাঁধগুলো যদি নিয়মিত সঠিকভাবে সংস্কার করা যেত তাহলে আজ নদী ভাঙ্গনের মতো দুর্দশা তৈরি হতো না। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির। রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. সালমা বেগম ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম। আরও বক্তৃতা করেন কেয়ার বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর মৃত্যুঞ্জয় দাশ, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ প্রমুখ। সভায় সরকারী- বেসরকারী দফতরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
×