ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেসির রেকর্ড ভাঙার অপেক্ষায় এমবাপে

প্রকাশিত: ২১:২২, ২০ অক্টোবর ২০২০

মেসির রেকর্ড ভাঙার অপেক্ষায় এমবাপে

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়নস লিগের সব শেষ আসরের ফাইনালিস্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) নতুন আসরের যাত্রা শুরু করছে। নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ দলটির বিপক্ষে পুরাতন হিসেব-নিকেশ রয়েছে নেইমারদের। ২০১৮/১৯ মৌসুমে রেড ডেভিলসদের কাছে হেরে শেষ ষোলতেই বিদায় নিয়েছিল ফ্রেঞ্চ জায়ান্টরা। আবারও দুই দল একই গ্রুপে। ঘরের মাঠ পার্ক দো প্রিন্সেসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। সরাসরি সম্প্রচার করবে টেন ২। এই ম্যাচে বার্সেলোনা মহা তারকা লিওনেল মেসিকে টপকে যাবার বিশাল সুযোগ রয়েছে কিলিয়ান এমবাপের। পিএসজির তরুণ ফরোয়ার্ড চ্যাম্পিয়নস লিগে নিজের শেষ গোলটি যখন করে ছিলেন তখন বয়স ছিল ২১ বছর ৩০৫ দিন। এদিন ম্যানইউর বিরুদ্ধে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী এই তারকা যদি গোল তুলে নেন তাহলে সবচেয়ে কম বয়সে টুর্নামেন্টের ২০ গোলের মালিক হবেন। ২০১০ সালে মেসি এই রেকর্ড গড়ার সময় তার বয়স ছিল ২২ বছর ২৬৭ দিন। এদিকে একই সময় মেসির বার্সাও ২০২০/২১ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মাঠে নামছে। হাঙ্গেরির ফেরেন্সভারোসের বিপক্ষের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টেন ১
×