ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২০২৭ বিশ্বকাপ নিয়ে লড়াইয়ে ৩ ইউরোপিয়ান দেশ

প্রকাশিত: ২১:১৯, ২০ অক্টোবর ২০২০

২০২৭ বিশ্বকাপ নিয়ে লড়াইয়ে ৩ ইউরোপিয়ান দেশ

স্পোর্টস রিপোর্টার ॥ ২০২৭ নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের জন্য ফিফার কাছে আগেই প্রস্তাবনা দিয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানি। এবার তারা যৌথভাবে বিশ্বকাপ আয়োজন নিয়ে এক প্রোমো উন্মোচন করেছে। যার স্লোগান হলো 'থ্রি নেশন্স, ওয়ান গোল'। চলতি বছরের শেষদিকে দেশ তিনটির সরকার ফিফার কাছে নিজেদের অবস্থান তুলে ধরবে। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ২০১৯-এ ফ্রান্সে অনুষ্ঠিত হয় নারীদের সবচেয়ে বড় ক্রীড়া আসর বিশ্বকাপ ফুটবল। তার রেশ হয়তো এখনো রয়ে গেছে ফ্রান্সের আনাচে-কানাচে। আয়োজক হিসেবে বেশ সুনামও কুড়িয়েছে তারা। এরপর ২০২৩ ফিফা নারী বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তা আগেই নির্ধারণ করা হলেও, ২০২৭ ফিফা বিশ্বকাপের আয়োজক কে বা কারা হবে তা এখনো নির্ধারণ হয়নি। এবার তাই নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতা। নারীদের ২০২৭ ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌঁড়ে এগিয়ে আছে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানি। ইতোমধ্যে এই তিন দেশ বিশ্বকাপ আয়োজন নিয়ে তাদের যৌথ প্রযোজনার এক প্রোমো উন্মোচন করেছে। যার স্লোগান হচ্ছে, 'থ্রি নেশন্স, ওয়ান গোল'। চলতি বছরের শেষে দেশ তিনটি তাদের নিজেদের অবস্থান তুলে ধরবে ফিফার কাছে। ফিফার দেয়া নির্ধারিত সময় এখনো ঠিক হয়নি। তাই এই তিন দেশ ছাড়াও আরো অনেকে আয়োজক হতে নিজেদের প্রস্তাবনা চালিয়ে যাচ্ছে। যে দৌঁড়ে আছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, চিলি, কলম্বিয়ার মত দেশও। তবে নিজেদের অবস্থানে অনড় বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানি। সফল এক বিশ্বকাপ আয়োজনে মুখিয়ে আছে তারা।
×