ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে তিতাসের গ্যাসের অবৈধ সংযোগ দেয়ায় একজনের কারাদন্ড

প্রকাশিত: ১৯:৫৮, ২০ অক্টোবর ২০২০

গাজীপুরে তিতাসের গ্যাসের অবৈধ সংযোগ দেয়ায় একজনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে অবৈধভাবে গ্যাস সংযোগ ও ব্যবহারের দায়ে মঙ্গলবার একজনকে কারাদন্ড ও চার নারীসহ ৬জনকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানকালে আদালত দেড় হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস লাইন অপসারন করে। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা জাহান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন বোর্ড বাজার চান্দরা এলাকার অসাধু লোকজন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠাণ ও বাসা বাড়ীতে অবৈধ লাইন সংযোগ দিয়ে বিপদজনকভাবে গ্যাস ব্যবহার করছে। এসব অবৈধ সংযোগের গোপন সংবাদ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা এর নেতৃত্বে ও গাজীপুর (জোবিঅ-গাজীপুর) এর উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওইসব এলাকার বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে আদালত অবৈধ গ্যাস লাইন স্থাপন করে অবৈধ গ্যাস সংযোগ প্রদান করার দায়ে মূল হোতা স্থানীয় সোলাইমান ভূইয়া ওরফে সোলাইমান মুন্সীকে ১০ দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন। এছাড়াও অবৈধভাবে গ্যাস সংযোগ ও ব্যবহারের দায়ে স্থানীয় অনন্যা রহমানকে ২০ হাজার টাকা, হোসনে আরাকে ১ লাখ টাকা, রাবেয়া আক্তারকে ৭০ হাজার টাকা, আয়নাল মিয়াকে ১০ হাজার টাকা, নূর এ জাহানকে ৫০ হাজার টাকা এবং হাসান স্টাইল এন্ড ডিজাইন লিমিটেড এর মালিক এ,কে, আজাদকে ২ লাখসহ মোট সাড়ে ৪লাখ টাকা জরিমানা করে তা তাৎক্ষনিকভাবে আদায় করে। তিনি জানান, অভিযানকালে প্রায় ৫শ’টি বাসা বাড়ির দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে স্থাপিত আড়াই কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ৩শ’মিটার গ্যাসের পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন ও অপসারণ করা হয়। এসময় চুলাসহ বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। এসময় অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়। স্থানীয় অসাধু চক্রের সদস্যরা বিভিন্ন বাসা বাড়ীর মালিকদের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে রাতের আঁধারে এসব অবৈধ সংযোগ প্রদান করে। অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের (জোবিঅ-গাজীপুর) ব্যবস্থাপক প্রকৌশলী মো. সুরুজ আলম, উপব্যবস্থাপক প্রকৌশলী এস এম আবু সুফিয়ান ও প্রকৌ. মির্জা শাহনেওয়াজ লতিফ, উপ সহকারী প্রকৌশলী মোঃ সাবিনুর রহমান, রাজস্ব উপশাখার সহকারি কর্মকর্তা মো.আব্দুর রাজ্জাক ও মো. ইকবাল হোসেন চৌধুরী, সিনিয়র সুপারভাইজার খান মিজানুর রহমান ও বিক্রয় সহকারী এসএম আনোয়ার হোসেনসহ টেকনিক্যালটিম এবং পুলিশ ও আনসার ব্যাটলিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
×