ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অত্যাধুনিক জিম তৈরির প্রতিশ্রুতি বাফুফের

প্রকাশিত: ১৯:৫৫, ২০ অক্টোবর ২০২০

অত্যাধুনিক জিম তৈরির প্রতিশ্রুতি বাফুফের

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দলের ফুটবলারদের ফিটনেস ঠিক রাখতে আগামী ছয় মাসের মধ্যেই একটি অত্যাধুনিক জিম তৈরি করা হবে। এমনটাই জানিয়েছেন বাফুফে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। ফুটবল ফেডারেশন চাইলে এ বিষয়ে সহায়তা করতে রাজি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে বাফুফে এখনও কোন আবেদন করেনি বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ফুটবলারদের ফিটনেস ধরে রাখতে নিয়মিত জিম করার বিষয়টি অত্যাবশ্যক। তবে এই জিমের কোন ব্যবস্থাই নেই বাফুফেতে। জাতীয় দলের ক্যাম্প শুরু হলে বিভিন্ন জিমনেশিয়াম ভাড়া করে কাজ চালিয়ে নেয় বাফুফে। তবে বছরজুড়ে বিভিন্ন বয়সভিত্তিক দল কিংবা নারীদের বিষয়টি থেকে যায় একেবারেই উপেক্ষিত। ফেডারেশনের নিজস্ব ভবনে জিমনেশিয়াম তৈরির প্রতিশ্রুতি অবশ্য অনেক আগের। কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। কারণ হিসেবে বলা হয়েছিল অর্থের অভাব। ৩ অক্টোবরের নির্বাচনে আবারও ফিরেছে পুরনো ওয়াদা। যেটা দায়িত্ব নেয়ার ছয় মাসের মধ্যেই পালন করতে চান নীতি নির্ধারকরা। সম্প্রতি দেশের প্রত্যেকটি জেলা ও বিভাগীয় পর্যায়ে জিমনেশিয়াম তৈরির উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাফুফে চাইলে এই প্রকল্পের আওতায় নির্ধারিত স্থানে জিম তৈরি করে দিতে রাজি আছে তারা। কিন্তু ফেডারেশনের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কোন আবেদন আসেনি বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
×