ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেপালের বিরুদ্ধে অভিষেক হতে যাচ্ছে তারিক কাজীর

প্রকাশিত: ১৯:৫৩, ২০ অক্টোবর ২০২০

নেপালের বিরুদ্ধে অভিষেক হতে যাচ্ছে তারিক কাজীর

স্পোর্টস রিপোর্টার ॥ বসুন্ধরা কিংসের জার্সিতে তার মনোমুগ্ধকর খেলা দেখেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। বাকি ছিল লাল-সবুজের জার্সিতে খেলা দেখার। সেই দৃশ্যও খুব শিগগরীরই দেখা যেতে পারে। বলা হচ্ছে তারিক রায়হান কাজীর কথা। আগামী ১৩ ও ১৭ নবেম্বর সাফ অঞ্চলের দেশ নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্পে যে ৩৬ ফুটবলারকে ডেকেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইংরেজ কোচ জেমি ডে, তাতে ছিল তারিক কাজীর নামটিও। ফিনল্যান্ড প্রবাসী এই বাংলাদেশী ফুটবলার জানিয়েছেন আগামী সপ্তাহেই, অর্থাৎ ২৭ অক্টোবর সকালে ফিনল্যান্ড থেকে বিমানযোগে ঢাকায় আসছেন। অবশ্য এর আগেই ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ করোনা ভাইরাসের জন্য পেছানো না হলে বাংলাদেশের পক্ষে আরও আগেই অভিষিক্ত হতে পারতেন তারিক। কেননা সেই উেেদ্দশ্যে গঠিত ক্যাম্পে ডাকা ৩৬ ফুটবলারের মধ্যে ১৯ বছর বয়সী তারিকও ছিলেন। কয়েক বছর ধরেই ফুটবলপ্রেমীদের অনেকেই আক্ষেপ করেছিলেন ডেনমার্ক থেকে আগত জামাল ভুঁইয়ার মতো আরও কয়েক বাংলাদেশী বংশোদ্ভুত ফুটবলার পাওয়া গেলে জাতীয় দলের শক্তি আরও কয়েকগুণ বৃদ্ধি পেত। বাফুফে কম চেষ্টা করেনি। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে একজনকে পাওয়া যায়। তবে বাফুফে নয়, তাকে পায় দেশীয় ক্লাব বসুন্ধরা কিংস, গত বছরের নবেম্বরে। রাইট ব্যাক পজিশনে খেলা তারিক তখনই জাতীয় দলে খেলার যোগ্যতা রাখেন বলে জানিয়েছিলেন ক্লাব সংশ্লিষ্টরা।
×