ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নান্দাইলে নৌকার বিজয়, মাঠে ছিলনা বিএনপি

প্রকাশিত: ১৯:৫২, ২০ অক্টোবর ২০২০

নান্দাইলে নৌকার বিজয়, মাঠে ছিলনা বিএনপি

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছেন। অপরদিকে এই নির্বাচনে দলীয় প্রতিক নিয়ে মাঠে ছিল না বিএনপি। বিজয়ী প্রার্থী মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইয়া নৌকা প্রতিক নিয়ে ৮৩৮৭ ভোট পেয়ে জয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি (স্বতন্ত্র) আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৩১৪৬ ভোট। জানা গেছে, এর আগে নির্বাচন কমিশন শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব উদ্দিনের মৃত্যুতে ইউনিয়নটিতে শূন্য ঘোষণা করেন। পরে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন। আজ মঙ্গলবার ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫ টায় শেষ হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্র গুলোতে ভোটারের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি। ভোটারা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তিন স্থরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। এ ইউনিয়নে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। মানুষ শান্তিপূর্নভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
×