ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শরণখোলায় কার্গোর ইঞ্জিন চালক পানিতে ডুবে নিখোঁজ

প্রকাশিত: ১৫:৩৯, ২০ অক্টোবর ২০২০

শরণখোলায় কার্গোর ইঞ্জিন চালক পানিতে ডুবে নিখোঁজ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের শরণখোলায় একটি সিমেন্টবাহী কার্গোর ইঞ্জিন চালক জামাল শিকদার (৪৫) পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের বান্দাঘাটা এলাকার স্লুইসগেট খালে জাল ছাড়ানোর সময় তিনি নিখোঁজ হন। নিখোঁজ জামাল শিকদার উপজেলার উত্তর কদমতলা গ্রামের আব্দুল হক শিকদারের ছেলে। এম.বি আশিক-৩ নামের ওই কার্গোটির সারেং রাসেল শেখ জানান, তারা মোংলা থেকে দুবাই-বাংলা সিমেন্ট কোম্পানির ফাইব রিং সিমেন্ট বোঝাই করে সকালে শরণখোলার রায়েন্দা বান্দাঘাটা খালে এসে পৌছান। দুপুরের দিকে কার্গোটির পাখায় প্যাঁচানো জাল ছাড়াতে জামাল শিকদার দড়ি নিয়ে পানিতে নামেন। কিন্তু এরপর থেকে তিনি উপরে উঠে না আসায় দ্রুত এলাকাবাসীকে জানানো হয়। খবর পেয়ে শরণখোলা ও বাগেরহাট ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক গোলাম সরোয়ার জানান, তারা উদ্ধার করতে না পারায় খুলনার ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। তারা এসে উদ্ধার অভিযানে অংশ নিবেন।
×