ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএল॥ ধোনির চেন্নাইকে হারিয়ে রাজস্থানের জয়

প্রকাশিত: ১১:১৮, ২০ অক্টোবর ২০২০

আইপিএল॥ ধোনির চেন্নাইকে হারিয়ে রাজস্থানের জয়

অনলাইন ডেস্ক ॥ জস বাটলারের বিধ্বংসী ব্যাটে ভর করে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। আর এ জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে রাজস্থান। হেরে যাওয়ায় তলানিতে নেমে গেছে মাহেন্দ্র সিং ধোনির দল। এই হারে কার্যত বিদায়ই ঘটে গেছে তিনবারের চ্যাম্পিয়নদের। আইপিএলের ৩৭তম ম্যাচে আবুধাবিতে প্রথমে ব্যাট করা চেন্নাই মন্থর গতিতে রান তোলে। শেষ পর্যন্ত দলটি নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২৫ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৩৫ করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। ২৮ বলে সমান ২৮ রান করে রান আউট হন অধিনায়ক ধোনি। রাজস্থান বোলারদের মধ্যে জোফরা আর্চার, কার্তিক ত্যাগী, শ্রেয়াস গোপাল ও রাহুল তেওয়াটিয়া একটি করে উইকেট নেন। ১২৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রাজস্থানের শুরুটাও অবশ্য ভালো হয়নি। দলীয় ২৮ রানে টপঅর্ডারের ৩ উইকেট হারায় তারা। তবে চতুর্থ উইকেট জুটিতে ৯৮ রান তুলে জয় নিশ্চিত করেন স্টিভেন স্মিথ ও জস বাটলার। বেশ আক্রমণাত্মক থাকা বাটলার ৪৮ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৭০ রান করে অপরাজিত থাকেন। ২৬ রান করেন দলনেতা স্মিথ। আগের ম্যাচে আরসিবি’র কাছে হারলেও এদিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দারুণ পারফর্ম করলেন রয়্যালস ক্রিকেটাররা। এর ফলে চলতি আইপিএলে দু’বারই সুপার কিংসের বিরুদ্ধে জয়ী হল রাজস্থান রয়্যালস। প্রথম সাক্ষাতে শারজায় ২১৬ রান করে চেন্নাইকে হারিয়েছিল রাজস্থান। এদিনও ধোনিদের সাত উইকেটে হারিয়ে বড় জয় ছিনিয়ে নিল রয়্যালসবাহিনী। সে সঙ্গে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ৫ নম্বরে উঠে এল রাজস্থান রয়্যালস।
×