ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বসনিয়ার জঙ্গলে আশ্রয় নেয়া বাংলাদেশীদের জন্য মিলল সহায়তা

প্রকাশিত: ০০:৫৮, ২০ অক্টোবর ২০২০

বসনিয়ার জঙ্গলে আশ্রয় নেয়া বাংলাদেশীদের জন্য মিলল সহায়তা

জনকণ্ঠ ডেস্ক ॥ বসনিয়ার ভেলিকা ক্লাদুসার একটি জঙ্গলে আশ্রয় নিয়েছেন কয়েক শ’ বাংলাদেশীসহ বিভিন্ন দেশের শরণার্থীরা। তাদের খাবার এবং স্লিপিং ব্যাগ সরবরাহ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের আইওএম। ইউরোপে অভিবাসী হওয়ার প্রত্যাশায় বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে আশ্রয় নেয়া অনেকেই জঙ্গলে মানবেতর পরিস্থিতিতে বসবাস করছেন গত কয়েক মাস ধরে। কেমন আছেন তারা তা জানতে সেখানে আছেন ডয়েচে ভ্যালের সাংবাদিক আরাফাতুল ইসলাম ও অনুপম দেব কানুনজ্ঞ। রবিবার সকালে তারা জঙ্গলে আশ্রয় নেয়া বাংলাদেশীদের সঙ্গে কথা বলেছেন। সরাসরি তাদের পরিস্থিতি তুলে ধরেছেন ফেসবুক লাইভে। ডয়েচে ভ্যালে বাংলার ওয়েবসাইটেও একাধিক প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেখানে অবস্থানরতরা জানিয়েছেন তাদের অবর্ণনীয় কষ্টের কথা। কোন আন্তর্জাতিক সংস্থা থেকে রবিবার পর্যন্ত তারা কোন সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন। তবে সোমবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা আইওএম এর একটি দল আশ্রয় নেয়াদের মানবিক সহায়তা দিয়েছে। দেয়া হয়েছে খাবার ও স্লিপিং ব্যাগ। বাংলাদেশীসহ প্রায় ৬০০ জনকে এই সহযোগিতা করা হয়েছে বলে জানা গেছে। ভেলিকা ক্লাদুসায় আইওএম এর একটি আশ্রয় ক্যাম্প রয়েছে। তবে সেখানে ঢোকার অনুমতি পাচ্ছেন না বলে দাবি করেছেন জঙ্গলে এবং পাশের একটি পরিত্যক্ত কারখানায় আশ্রয় নেয়া বাংলাদেশীরা।
×