ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইপিএল

চেন্নাইকে সহজেই হারাল রাজস্থান

প্রকাশিত: ০০:৫৫, ২০ অক্টোবর ২০২০

চেন্নাইকে সহজেই হারাল রাজস্থান

জনকণ্ঠ ডেস্ক ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসকে সহজেই হারাল রাজস্থান রয়্যালস। চেন্নাইয়ের বিরুদ্ধে সাত উইকেটের জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এল রাজস্থান। সোমবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে চেন্নাই সংগ্রহ করে ১২৫ রান। চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৩৫ রান (৩০ বল) করেন রবীন্দ্র জাদেজা। এছাড়া স্যাম কুরান ২২, ধোনি ২৮ ও আমবাতি রাইডু ১৩ রান সংগ্রহ করেন। রাজস্থান রয়্যালসের জফরা আর্চার, কার্তিক ত্যাগী, শ্রেয়াস গোপাল ও রাহুল তিওয়াতিয়া একটি করে উইকেট নেন। রাজস্থান রয়্যালসের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ১২৬ রান। উদ্বোধনী জুটিতে আসে ২৬ রান। ১১ বলে ১৯ রান করে আউট হন বেন স্টোকস। দলের স্কোরবোর্ডে দুই রান যোগ হতেই আসে জোড়া আঘাত। দলের ২৮ রানে গিয়ে আউট হন রবিন উথাপ্পা। তিনি ৯ বলে করেন মাত্র চার রান। আর হার্ডহিটার সঞ্জু স্যামসন তিন বল খেলে কোন রান না করেই আউট হয়ে যান। এরপর আর কোন উইকেটের পতন ঘটাতে পারেননি চেন্নাইয়ের বোলাররা। শেষ পর্যন্ত দুই ওভার তিন বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান রয়্যালস। ১৭.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে রাজস্থান। জয় পায় সাত উইকেটের।
×