ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউফলে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

প্রকাশিত: ২১:২২, ১৯ অক্টোবর ২০২০

বাউফলে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বন্দরে মাজেদা ডায়গনষ্টিক সেন্টার এ- ক্লিনিকে ভুল চিকিৎসায় হ্যাপী বেগম (২৪) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি মারা যান। হ্যাপি বেগমের বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে। তাঁর স্বামীর নাম মোঃ সোহেল চৌকিদার। মৃত হ্যাপী বেগমের দেবর সজীব চৌকিদার জানান, তার ভাবি হ্যাপী বেগমের প্রসব ব্যাথা শুরু হলে শনিবার দুপুরে বাউফলের কালিশুরী বন্দরের মাজেদা ডায়গনষ্টিক সেন্টার এ- ক্লিনিকে নিয়ে যান। সেখানের চিকিৎসক নয়ন সরকার দেখে অস্ত্রোপচারের কথা বলেন। তাঁর কথা অনুযায়ী ওই সন্ধ্যা ছয়টার দিকে নয়ন সরকার ও চিকিৎসক স্ত্রী পূজা ভান্ডারী অস্ত্রোপচার করেন। পুত্র সন্তান জন্ম হয়। অস্ত্রোপচারের পর তার ভাবির জ্ঞান না ফিরলে ওই দিন রাত দুইটার দিকে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং পরের দিন রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি মারা যান। এ বিষয়ে চিকিৎসক নয়ন সরকারের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। জেলা সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর আলম সিপন বলেন,‘এর আগেও ওই চিকিৎসকের বিরুদ্ধে এ জাতীয় অভিযোগ পেয়েছি। যার তদন্ত চলছে। এ বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
×