ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ারীতে ভবন থেকে পড়ে এসি মিস্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ২০:৫০, ১৯ অক্টোবর ২০২০

ওয়ারীতে ভবন থেকে পড়ে এসি মিস্ত্রীর মৃত্যু

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর ওয়ারী বনগ্রামে একটি ভবনের এসি মেরামতের সময় পঞ্চম তলা থেকে নিচে পড়ে দীপ ঘোষ (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মুন্সিগঞ্জ সদর উপজেলার আশুতোষ ঘোষের ছেলে দীপ। গেন্ডারিয়া অক্ষয় দাস লেনে ভগ্নিপতি বিপ্লব ঘোষের সাথে থাকতেন এই অবিবাহিত তরুণ। ভগ্নিপতি বিপ্লব ঘোষ জানান, গেণ্ডারিয়াতে একটি এসি মেরামত এর দোকানে সহযোগী হিসেবে দেড় বছর ধরে কাজ করতো দীপ। আজ সোমবার ওই দোকান থেকে কয়েকজন মিলে বনগ্রাম এলাকার নিবেদিতা হাসপাতালের পাশে একটি বহুতল ভবনে যায় এসি মেরামত কাজ করার জন্য। ভবনের পঞ্চম তলায় পাশে কোমড়ে সেফ্টি বেল্ট বেঁধে এসি মেরামতের কাজ করছিল দীপ। তখন কোমড় থেকে বেল্টটি ছুটে গিয়ে সে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
×