ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মনিপুর স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে অভিভাবকদের আইনী নোটিস

প্রকাশিত: ২২:০৭, ১৯ অক্টোবর ২০২০

মনিপুর স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে অভিভাবকদের আইনী নোটিস

স্টাফ রিপোর্টার ॥ প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত সব বকেয়া বেতন ফি একসঙ্গে পরিশোধ না করলে অনলাইনে পরীক্ষা নেয়া হবে না- কর্তৃপক্ষের এমন অবস্থানে অসন্তোষ ছড়িয়ে পড়েছে মনিপুর স্কুলের অভিভাবকদের মাঝে। করোনাকালে আর্থিক সঙ্কটের মধ্যে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের এমন অবস্থান প্রত্যাহার চেয়ে আইনী নোটিসও পাঠানো হয়েছে। ক্ষুব্ধ অভিভাবকরা বলছেন, অনলাইন পরীক্ষার নামে বেতন-ভাতা পরিশোধের যে হুঁশিয়ারি কর্তৃপক্ষ দিয়েছে তা অমানবিক ও অত্যন্ত দুঃখজনক এবং বেআইনী। কর্তৃপক্ষের টনক না নড়লে আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকরা।
×