ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উদীচীর মশাল মিছিলে পুলিশের বাধা

প্রকাশিত: ২১:২৯, ১৯ অক্টোবর ২০২০

উদীচীর মশাল মিছিলে পুলিশের বাধা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৮ অক্টোবর ॥ ফেনীর ধর্ষণ বিরোধী লংমার্চে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ছাত্র ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠীর যৌথ মশাল মিছিলে পুলিশের বাধা দেয়ার ঘটনা ঘটেছে। ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ শীর্ষক ফেনীর লংমার্চে কর্মীদের ওপর হামলা, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনিক রায়সহ ২৫ জন আহত হওয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ধর্ষণ বিরোধী মশাল মিছিল বের করে জেলা ছাত্র ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদ। শনিবার সন্ধ্যায় জেলা ছাত্র ইউনিয়ন অফিস থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণের সময় রূপালী ব্যাংকের সামনে পৌঁছলে পুলিশ গিয়ে বাধা দেয়। পরে তারা জেলা ছাত্র ইউনিয়ন কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সভা করতে চাইলে পুলিশ তাদের ব্যানার কেড়ে নেয় বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর ও জেলা উদীচীর সভাপতি সেতারা বেগম।
×