ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চসিকের অভিযান

প্রকাশিত: ২১:২৭, ১৯ অক্টোবর ২০২০

চসিকের অভিযান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ কলোনি এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। রবিবারের এ অভিযানে গুঁড়িয়ে দেয়া হয় দুই শতাধিক অবৈধ স্থাপনা। এতে দখলমুক্ত হয়েছে প্রায় ৪০ শতক ভূমি। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলি ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। শেরশাহ মেন রোড, শিল্প এলাকা রোড ও আবাসিক রোডে পরিচালিত এ অভিযানে দুইশ’রও বেশি স্থাপনা ভেঙ্গে দেয়া হয়। চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী ও র্যাব পুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করেন।
×