ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ২১:২৬, ১৯ অক্টোবর ২০২০

জবি শিক্ষার্থীদের মানববন্ধন

জবি সংবাদদাতা ॥ স্বাস্থ্যবিধি মেনে দ্রুত স্নাতক চতুর্থ বর্ষের শেষ (৮ম) সেমিস্টারের পরীক্ষা আয়োজনের দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইংরেজী বিভাগের শিক্ষার্থী রবিউল আলমের সঞ্চালনায় মানববন্ধনে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজল রাণী সরকার, এইচ এম শাহীন, ইমরান রনি, কামাল, মাহবুবসহ অনেকেই বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, করোনাভাইরাসের ফলে গত ১৫ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধের পূর্বেই এই বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক শেষ হয়ে ফলও প্রকাশিত হয়েছে।
×