ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নানা আয়োজনে রাসেলের ৫৭তম জন্মদিন পালিত

প্রকাশিত: ২১:২৫, ১৯ অক্টোবর ২০২০

নানা আয়োজনে রাসেলের ৫৭তম জন্মদিন পালিত

বিশেষ প্রতিনিধি ॥ স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনে রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ১৫ আগস্টে নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়া প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ছোট ভাইয়ের জš§দিন উপলক্ষে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রবিবার বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহতদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে আওয়ামী লীগ। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিম-লীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, এ্যাডভোকেট আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বনানীর কবরস্থান মসজিদে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পরে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। দিনটিতে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে শহীদ শেখ রাসেলের ম্যুরাল উন্মোচন এবং শহীদ শেখ রাসেল ভবনের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত থেকে ম্যুরাল উন্মোচন এবং ভবন উদ্বোধন করেন। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজ এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি এই অনুষ্ঠান আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান একেএম রহমতুল্লাহ, সদস্য সচিব সুজিত রায় নন্দী এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিনা বানু বক্তব্য রাখেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উপস্থিত ছিলেন। শেখ রাসেলের ৫৭তম শুভ জন্মদিন উপলক্ষে কৃষক লীগের নেতৃবৃন্দ বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন করেছে। বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি। শেখ রাসেলের জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ছাত্রলীগ। টিএসসি সংলগ্ন ডাস চত্বরে পথশিশুদের হাতে স্কুলব্যাগ, খাতা কলম তুলে দেয়া হয়। এদিন বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের মাঝে বস্তু ও খাবার বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মন্নাফী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মিলাদ-দোয়া ও তবারক বিতরণ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। রবিবার মতিঝিলের ইডেন মসজিদ ও আরামবাগে মিলাদ মাহফিলের আয়োজন করে সংগঠনটি। শেখ রাসেল ভার্চুয়াল গ্যালারি উদ্বোধন ॥ শেখ রাসেলের জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত ‘আমাদের ছোট রাসেল সোনা’ অবলম্বনে গোলটেবিল আলোচনা ও শেখ রাসেল ভার্চুয়াল গ্যালারি উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘আঁক তোমার স্বপ্ন’ শীর্ষক শিশুতোষ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুদে শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে বেলা ১১টায় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসুমণির পাঠশালা এর সভাপতি মারুফা আক্তার পপি। সকালে এই উৎসব আনন্দ-আয়োজন উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং প্রধান আলোচক হিসেবে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। স্মারক ডাকটিকেট অবমুক্ত ॥ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ডাক অধিদফতর দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট, দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করেছে। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার রবিবার ঢাকায় তার দফতর থেকে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন এবং ডাটাকার্ড প্রকাশ করেন। এই উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম জিপিও এর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে। পরবর্তীতে অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘরসহ দেশের সব ডাকঘর থেকে স্মারক ডাকটিকেট বিক্রি করা হবে। উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে ঢাকায় শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমি শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের ছড়া আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভার আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। বিজ্ঞান জাদুঘরে শেখ রাসেলকে স্মরণ ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে রবিবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে শিশু-কিশোরদের নিয়ে এক বিজ্ঞান সভার আয়োজন করা হয়। বাংলাদেশ বিজ্ঞান পরিষদ, বুয়েট, রুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, হলিক্রস কলেজ, ঢাকা কলেজ, ময়মনসিংহ ক্যাডেট কলেজের প্রায় ৪০ জন শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা শেখ রাসেলকে স্মরণ করে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং এতিম শিশুসহ অংশগ্রহণকারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
×