ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেয়ার্ন মিউনিখের সহজ জয়

প্রকাশিত: ২১:২২, ১৯ অক্টোবর ২০২০

বেয়ার্ন মিউনিখের সহজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতিপক্ষের মাঠে জার্মান বুন্দেসলিগার ম্যাচটি ৪-১ গোলে জিতেছে জায়ান্ট বেয়ার্ন মিউনিখ। এতে চলতি লীগে চার ম্যাচে তৃতীয় জয় পেল শিরোপাধারীরা। অষ্টম মিনিটে নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় বেয়ার্র্ন। লেভানডোস্কির ফ্লিক কিক থেকে বল পেয়ে নিজে শট না নিয়ে মুলার বাড়ান বাঁদিকে থাকা কিংসলে কোমানের উদ্দেশে। কিন্তু বল এক ডিফেন্ডারের পায়ে লেগে ফিরে আসে মুলারের কাছে। গোলরক্ষক আগেই বেরিয়ে আসায় ফাঁকা পোস্টে অনায়াসে লক্ষ্যভেদ করেন জার্মান ফরোয়ার্ড। লেভানডোস্কির ২৫ মিনিটের গোলে ব্যবধান হয় দ্বিগুণ। লেয়ন গোরেটস্কার পাস নিয়ন্ত্রণে নিয়ে দেখে শুনে ডান পায়ের শটে জাল খুঁজে নেন পোলিশ ফরোয়ার্ড। আর্মেনিয়া গোলরক্ষক ঝাঁপিয়েও নাগাল পাননি বলের। প্রথমার্ধের শেষদিকের গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে সব প্রতিযোগিতা মিলিয়ে আগের তিন ম্যাচ জিতে আসা বেয়ার্ন মিউনিখ। মুলারের পাস ধরে ডি-বক্সের একটু ওপর থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন লেভানডোস্কি। দ্বিতীয়ার্ধের শুরুতে লেভানডোস্কির ক্রস থেকে ডান পায়ের শটে স্কোরলাইন ৪-০ করেন মুলার। ৫৮ মিনিটে জাপানের এ্যাটাকিং মিডফিল্ডার রিতসু দোয়ানের গোলে ব্যবধান কমায় আর্মেনিয়া। শেষদিকে ১০ জনের দলে পরিণত হয় বেয়ার্ন। ৭৬ মিনিটে ফাবিয়ান ক্লসকে পেছন থেকে ফাউল করে সরাসরি লালকার্ড দেখেন ফরাসী মিডফিল্ডার তোলিসো। এরপর মুলারের হেডের পর মার্তিনেস হেডেই জাল খুঁজে নিতে চেয়েছিলেন। কিন্তু পোস্টে লেগে ফিরলে ব্যবধান আর বাড়িয়ে নিতে পারেনি বেয়ার্ন।
×