ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইপিএল

ধাওয়ানের ‘স্পেশাল’ সেঞ্চুরি

প্রকাশিত: ২১:২০, ১৯ অক্টোবর ২০২০

ধাওয়ানের ‘স্পেশাল’ সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএলে শিখর ধাওয়ানকে কখনই বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, রোহিত শর্মা কিংবা ডেভিড ওয়ার্নারদের কাতারে রাখা হয় না। ভাষ্যকারদের ভাষায় যিনি ‘আন্ডার রেটেড’। সেই ধাওয়ানই দিল্লী ক্যাপিটালসকে ওড়াচ্ছেন। ৫১.২৮ গড়ে আসরের চতুর্থ সর্বোচ্চ ৩৫৯ রান সংগ্রাহক। শারজায় চেন্নাই সুপার কিংসকে হারানোর দিনে ১৪ চার ও ১ ছক্কায় ৫৮ বলে উপহার দিয়েছেন অপরাজিত ১০১ রানের মনোমুগ্ধকর ইনিংস। দীর্ঘ প্রায় সাড়ে তের বছরের টি২০ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিটি তারজন্য স্পেশাল। ‘খুবই স্পেশাল। তের বছর ধরে খেলছি, টি২০তে এটি প্রথম সেঞ্চুরি, সত্যিই তাই খুব খুশি আমি। মৌসুমের শুরুতে এবার ব্যাটে-বলে ভালই করতে পারছিলাম, কিন্তু ২০-৩০ রানের স্কোরগুলো ফিফটিতে নিতে পারছিলাম না। একবার ফিফটি করার পর আত্মবিশ্বাস বেড়েছে, সেটিই বয়ে নিয়েছি সামনে’ বলছিলেন দিল্লীর অনসাং হিরো। সময়ের হিসেবে সাড়ে তের বছর আর মাঠে নামার সংখ্যায় ২৬৮ ম্যাচ। সুদীর্ঘ এই সময় ধাওয়ানের নামের পাশে জমা হয়েছে ৭৬৫৩ রান। এতটা পথ পেরিয়ে অবশেষে পেলেন প্রথম টি২০ সেঞ্চুরির স্বাদ। ক’দিন আগেই সেঞ্চুরি ছাড়া ১০ হাজার রানের অভাবনীয় কীর্তি গড়েছেন শোয়েব মালিক। এতদিন টি২০তে সেঞ্চুরি ছাড়া সবচেয়ে বেশি রানের তালিকায় মালিকের পরই ছিল ধাওয়ানের নাম। মালিকের পেছনে কুমার সাঙ্গাকারা (৬৯৩৭)। টি২০তে সেঞ্চুরি ছাড়া মহেন্দ্র সিং ধোনির রান ৬৭২৭ এবং ইয়ন মরগানের ৬৬৩৭।
×