ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ রাসেল এয়ার রাইফেলে বাকীর ব্রোঞ্জ জয়

প্রকাশিত: ২১:২০, ১৯ অক্টোবর ২০২০

শেখ রাসেল এয়ার রাইফেলে বাকীর ব্রোঞ্জ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় শেখ রাসেল আন্তর্জাতিক অনলাইন এয়ার রাইফেল প্রতিযোগিতা। রবিবার এই প্রতিযোগিতায় দেশের কৃতী শূটার আবদুল্লাহ হেল বাকী তৃতীয় হয়েছেন। তবে মেয়েদের বিভাগে সৈয়দা আতকিয়া হাসান সেরা তিনে থাকতে পারেননি। দেশে প্রথমবারের মতো আয়োজিত হলো শেখ রাসেল আন্তর্জাতিক অনলাইন এয়ার রাইফেল প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশের শূটারদের সঙ্গে অংশ নেন ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ভুটানের শূটাররা। প্রতিটি দেশ থেকে এক ছেলে ও এক মেয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ১০ মিটার এয়ার রাইফেলে আব্দুল্লাহ হেল বাকী ৬১৭.৩ স্কোর করে ব্রোঞ্চ জেতেন। জাপানের নাওইয়া ওকাদা ৬৩০.৯ স্কোর করে জিতেছেন স্বর্ণপদক। ভারতের শাহু তুষার মানে ৬২৩.৮ স্কোর করে জয়লাভ করেছেন রৌপ্যপদক। মেয়েদের মধ্যে বাংলাদেশের সৈয়দা আতকিয়া হাসান ৬১৬.৪ স্কোর করে পঞ্চম হয়েছেন। এই ইভেন্টে স্বর্ণপদক জেতেন ভারতের ইলাভেনিল ভালারিভান। তার স্কোর ৬২৭.৫। রৌপ্য জিতেছেন জাপানের সিরোয়ি নোরিতা। তার স্কোর ছিল ৬২২.৬। আর ব্রোঞ্চ জিতেছেন ইন্দোনেয়িশার বিদ্যা রাফিকা রহমাতান তৈয়বা। তার স্কোর ৬২১.১। প্রতিযোগিতায় সোনা জয়ী জুটিকে ১ হাজার, দ্বিতীয় স্থান অজর্নকারী জুটিকে ৭০০ এবং তৃতীয় স্থান অধিকারী জুটিকে ৫০০ ইউএস ডলার প্রাইজমানি দেয়া হয়েছে।
×