ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়নদের রুখে দিল নবাগত ক্রোটন

প্রকাশিত: ২১:২০, ১৯ অক্টোবর ২০২০

চ্যাম্পিয়নদের রুখে দিল নবাগত ক্রোটন

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা পজিটিভ হওয়ার কারণে আইসোলেশনে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই সময় শনিবার ক্রোটনের মুখোমুখি হয় তার ক্লাব জুভেন্টাস। তবে নবাগত দলটির সঙ্গেই ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারায় ইতালিয়ান সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। সিরি’এ লীগে দিনের আরেক ম্যাচে দেখা গেছে বুড়ো ইব্রাহিমোভিচের ঝলক। মাত্র তিন মিনিটের ব্যবধানেই দুই গোল করেন তিনি। আর তাতেই মিলান ডার্বিতে এসি মিলান ২-১ ব্যবধানে পরাজিত করে ইন্টার মিলানকে। এছাড়া বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে নেপোলি এবং সাম্পদোরিয়া। নিজেদের মাঠে নেপোলি ৪-১ ব্যবধানে পরাজিত করেছে আটালান্টাকে। আর সাম্পদোরিয়া ৩-০ গোলে বিধ্বস্ত করেছে ল্যাযিওকে। চলতি মৌসুমেই সিরি’এ ‘বি’ থেকে সিরি’এ লীগে উন্নীত হয় ক্রোটনের। লীগে নতুন উঠে আসা এই দলের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই নড়বড়ে ছিল জুভেন্টাস। সেই সুযোগে প্রথমার্ধের ১২ মিনিটেই এগিয়ে যায় তারা। পেনাল্টি থেকে গোল করে ক্রোটনকে এগিয়ে দেন সিমিওন নোয়ানকো। তবে এই লিড খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিক ক্রোটন। যার ফলে গোল হজমের ৯ মিনিট পরই সমতায় ফিরে জুভেন্টাস। চলতি মৌসুমেই দলে আসা দুই নতুন মুখ ফেডেরিকো কিয়েসা আর আলভারো মোরাতার দারুণ বোঝাপাড়ায় সমতাসূচক গোল পায় জুভেন্টাস। ফিওরেন্টিনা থেকে আসা কিয়েসার সহায়তায় বল জালে পাঠিয়ে জুভেন্টাসকে ম্যাচে ফেরান মোরাতা। দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে আবারও ক্রোটনের জালে বল পাঠিয়েছিলেন তিনি। কিন্তু খুব সূক্ষ্ম অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল।
×