ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইপিএল ॥ সুপার ওভারে হায়দরাবাদকে হারাল কলকাতা

প্রকাশিত: ২১:১৯, ১৯ অক্টোবর ২০২০

আইপিএল ॥ সুপার ওভারে হায়দরাবাদকে হারাল কলকাতা

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রবিবার দিনের প্রথম ম্যাচে সুপার ওভারে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আবুধাবীতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৩ রান করে কলকাতা। শুভমান গিল ৩৬, রাহুল ত্রিপাথি ২৩, নীতিশ রানা ২৯, অধিনায়ক ইয়ন মরগান ৩৪ ও শেষদিকে দীনেশ কার্তিক ১৪ বলে অপরাজিত ২৯ রান করেন। সানরাইজার্সদের হয়ে নটরজন ২ ও রশিদ খান নেন ১ উইকেট। জবাবে ৬ উইকেটে ঠিক ১৬৩ রানে থামে হায়দরাবাদের সংগ্রহ। শেষ ওভারে ক্রিজে থেকেও ম্যাচ বের করতে পারেননি ৩৩ বলে ৪৭* রান করা অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তার আগে ওপেনার জনি বেয়ারস্টো ৩৬ ও কেন উইলিয়ামসন আউট হন ব্যক্তিগত ২৯ রানে। আবদুল সামাদ করেন ২৩ রান। লুকি ফার্গুসন একাই নেন ৩ উইকেট। ম্যাচ টাই হলে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে ফার্গুসনেরই করা প্রথম বলে বোল্ড হন ওয়ার্নার (০)। দ্বিতীয় বল থেকে ২ রান নেয়া আবদুল সামাদ তৃতীয় বলেই বোল্ড। সুপার ওভারের নিয়ম অনুযায়ী ২ উইকেট হারিয়ে ২ রানে অলআউট হায়দরাবাদ। ৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রশিদ খানের প্রথম বল থেকে কোন রান নিতে পারেননি মরগান। দ্বিতীয় বলে সিঙ্গেল থেকে আসে ১ রান। তৃতীয় বলে কোন রান নিতে পারেননি দীনেশ কার্তিক। তবে চতুর্থ বল থেকে লেগবাই হিসেবে আসে ২ রান! ম্যাচ জিতে নেয় কলকাতা।
×