ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কারণ দর্শানোর নোটিস

মোরেলগঞ্জে ৪৯ টন সারের হদিস নেই

প্রকাশিত: ২০:৩৩, ১৯ অক্টোবর ২০২০

মোরেলগঞ্জে ৪৯ টন সারের হদিস নেই

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জ চলতি আমন মৌসুমে উপজেলায় সরকারীভাবে বরাদ্দকৃত সেপ্টেম্বর মাসের ৪৯ টন (৯৮০ বস্তা) বিসিআইসি’র টিএসপি সারের হদিস মিলছে না। উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু। বিষয়টি খতিয়ে দেখতে সার ডিলারদের কাছে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। বিভিন্ন পর্যায় খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়নসহ পৌরসভায় সরকারীভাবে ১৭ জন বিসিআইসি সার ডিলার নিযুক্ত রয়েছেন। নিয়ম অনুযায়ী প্রত্যেক ডিলার প্রতিমাসে সরকারের দেয়া ভর্তুকিকৃত সার চাহিদানুযায়ী উত্তোলন করে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের মাঝে নির্ধারিত নিয়মে বিক্রির কথা থাকলেও বাস্তবে রয়েছে চিত্র ভিন্ন। সাধারণ কৃষকরা নির্দিষ্ট সময়ে নিজ নিজ এলাকার নিযুক্ত ডিলারের কাছ থেকে তাদের কাক্সিক্ষত সার না পেয়ে অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হচ্ছেন। এ সম্পর্কে বিভিন্ন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত একাধিক উপ-সহকারী কৃষি অফিসার জানান, চট্টগ্রামের পতেঙ্গা থেকে টিএসপি সার বরাদ্দ এবং বিতরণের বিষয়টি তারা অবগত নন। একাধিক ডিলার জানান, গত সেপ্টেম্বর মাসের সরকারী বরাদ্দকৃত বিভিন্ন প্রকারের সার উত্তোলন করে ইতোমধ্যে বিতরণ করেছেন। তবে তারা বিসিআইসি পতেঙ্গার সার উত্তোলন করেননি। সার উত্তোলন না করার কারণ জানতে চাইলে তারা কোন সদুত্তর না দিয়ে সংশ্লিষ্ট দফতর ভাল জানে বলে ইঙ্গিত করেন।
×