ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ২০:১৯, ১৯ অক্টোবর ২০২০

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৮ অক্টোবর ॥ রাজৈরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশের এক এএসআইসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে । শনিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাচ্চর বাজিতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের রাজৈর, মাদারীপুর ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাচ্চর বাজিতপুর গ্রামের বিবদমান দুটি পক্ষ শুক্রবার জুমার নামাজের পর ওবায়দুর রহমান সান্টু খালাশী ও গাউস শেখের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে গাউস শেখ মসজিদ থেকে বের হলে ওবায়দুর রহমান সান্টু তাকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বিবদমান দুই পক্ষের সঙ্গে এলাকার আরও কয়েকটি বংশের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
×