ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা

প্রকাশিত: ২০:১৮, ১৯ অক্টোবর ২০২০

রাঙ্গামাটিতে শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৮ অক্টোবর ॥ রাঙ্গামাটির কাপ্তাই লেকে রবিবার বিকেলে শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাতির জনকের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের স্মৃতি ধরে রাখার জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় এই নৌকাবাইচ আয়োজন করা হয়েছে। রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার ঘাটে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে আয়োজিত নৌকাবাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি, রাঙ্গামাটি নিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ ইফতেকুর রহমান পিএসসি, পুলিশ সুপার আলমগীর কবির সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসীন ও রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। ৪টি ইভেন্টে নৌকাবাইচ প্রতিযোগিতায় মহিলাদের নৌকাবাইচে প্রথম হয়েছে আলো ত্রিপুরার দল, দ্বিতীয় হয়েছে মিতা ত্রিপুরা ও তৃতীয় হয়েছে সুমিতা ত্রিপুরার দল। পুরুষদের নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম হয়েছে, যুবরাজ ত্রিপুরার দাল, দ্বিতীয় হয়েছে সুধী ত্রিপুরার দল ও তৃতীয় হয়েছে সিরামতি ত্রিপুরার দল। সাম্পানে প্রথম হয়েছে জামাল দ্বিতীয় হয়েছে সুমন ও তৃতীয় হয়েছে জরন্ত ত্রিপুরা। মেয়েদের কায়েক প্রতিযোগিতায় প্রথম সোনিয়া চাকমা, দ্বিতীয় হয়েছে মিতা ত্রিপুরা ও তৃতীয় হয়েছে তাপসী ত্রিপুরা।
×