ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নওগাঁয় বিএনপির ডাকা হরতালে সাড়া মেলেনি

প্রকাশিত: ২০:১৮, ১৯ অক্টোবর ২০২০

নওগাঁয় বিএনপির ডাকা হরতালে সাড়া মেলেনি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ অক্টোবর ॥ নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের উপ-নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগের কথা বলে বিএনপির ডাকা রবিবার অর্ধদিবস হরতাল হয়নি। দুই উপজেলার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই হরতাল প্রত্যাখ্যান করেছে। শনিবার এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ আনোয়ার হোসেন হেলাল নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন। বিএনপি প্রার্থী আলহাজ শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু ধানের শীষ প্রতীকে শোচনীয়ভাবে পরাজিত হন। শনিবার বিকেল সাড়ে ৩টায় অর্থাৎ সাড়ে ৬ ঘণ্টা ভোট গ্রহণের পর বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু স্থানীয় সাংবাদিকদের কাছে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এই নির্বাচনকে ডিজিটাল পদ্ধতিতে ইভিএমের মাধ্যমে ভোট চুরির একটি অন্যতম উপায় দাবি করে শনিবার সন্ধ্যায় নওগাঁ জেলা শহরের মুক্তির মোড়ে একটি সংক্ষিপ্ত সভায় বিএনপি রবিবার নির্বাচনী এলাকায় অর্ধদিবস হরতাল আহ্বান করে। কিন্তু রবিবার দুই উপজেলার কোথাও হরতালের কোন প্রভাব দেখা যায়নি। সবকিছুই ছিল স্বাভাবিক। সব দোকানপাট, হাট বাজার ও শপিংমলগুলো অন্যদিনের মতোই খোলা দেখা গেছে। কোথাও বিএনপির কোন মিছিল, মিটিং কিংবা হরতাল সমর্থনে রাস্তায় কোন পিকেটারকে দেখা যায়নি।
×