ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জামালপুরে আওয়ামী লীগে সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ২০:১৫, ১৯ অক্টোবর ২০২০

জামালপুরে আওয়ামী লীগে সংঘর্ষ ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৮ অক্টোবর ॥ দলীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে রবিবার বকশীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এতে ১০ নেতাকর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর-১ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি আবুল কালাম আজাদকে নিয়ে উপজেলা আওয়ামী লীগের বিরোধের জের ধরে দলীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দলীয় অন্তঃকোন্দল বিরাজ করছে। রবিবার দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগ মুজিববর্ষ উপলক্ষে আনন্দ মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালিবাগ আওয়ামী লীগ অফিস অতিক্রম করার সময় পূর্ববিরোধের জের ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই মিছিলে হামলা চালায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ নেতাকর্মী আহত হন। হামলার ঘটনার প্রতিবাদে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধান সড়ক অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুরো উপজেলায় দলীয় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আগা সাইম বলেন, বিএনপি থেকে আসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ তার গুন্ডা বাহিনী দিয়ে আমাদের শান্তিপূর্ণ মুজিব জন্মশত বার্ষিকীর আনন্দ মিছিলে হামলা চালিয়েছে। তিনি বলেন, নূর মোহাম্মদ ২০০৩ সালে জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন। আবারও সেই পদে থাকার পাঁয়তারা করছেন। তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান তিনি। অপরদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুম্মান তালুকদার হামলার ঘটনা অস্বীকার করে বলেন, আমরা কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে কর্মসূচী পালন করেছি। আমাদের কোন নেতাকর্মী কোন কর্মসূচীতে বাধা দেয়নি।
×