ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চীনের স্বীকারোক্তি

প্যাকেটজাত খাবার থেকেই করোনা ছড়াচ্ছে

প্রকাশিত: ২০:০৬, ১৯ অক্টোবর ২০২০

প্যাকেটজাত খাবার থেকেই করোনা ছড়াচ্ছে

চীন অবশেষে স্বীকার করেছে যে, প্যাকেট জাত খাবার বা ফ্রিজারে রাখা খাবার থেকেই করোনাভাইরাস ছড়াচ্ছে। দেশটির সেন্ট্রা ফর ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশন বা সিডিসি এই তথ্য দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সরকারীভাবে এই প্রথম প্যাকেটজাত খাবারের ওপর বক্তব্য রাখল চীন। এএফপি। শনিবার থেকে ১৯ দেশের ৫৬ কোম্পানি থেকে প্যাকেটজাত খাবারের আমদানি বন্ধ করে দিয়েছে চীন। বেজিংয়ের দাবি, গত সপ্তাহে কুইংডাও শহরে নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়েছে। তবে যে নমুনা সংগ্রহ করা হয়েছে, সেখানে সব প্যাকেটে ভাইরাসের চিহ্ন মেলেনি। তাই এই ঝুঁকি কম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে চীনের বন্দর শহর ডালিয়ান থেকে আমদানিকৃত সামুদ্রিক খাবারের প্যাকেজিংয়ে করোনভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। কুইংডাও শহরের দুজন ডক কর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলেও জানা গেছে। তবে তারা এ্যাসিম্পট্যোম্যাটিক। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে পৃথিবীর প্রায় সব দেশই চীনের উহান মার্কেটকেই দায়ী করে আসছে।
×