ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজারবাইজানের বিরুদ্ধে অস্ত্রবিরতি ভাঙ্গার অভিযোগ

প্রকাশিত: ২০:০৩, ১৯ অক্টোবর ২০২০

আজারবাইজানের বিরুদ্ধে অস্ত্রবিরতি ভাঙ্গার অভিযোগ

আর্মেনিয়া রবিবার আজারবাইজানের বিরুদ্ধে নতুন অস্ত্ররিবতি চুক্তি ভাঙার অভিযোগ এনেছে। ইয়েরেভানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শুসান স্টিপানায়ন টুইটারে বলেছেন, রবিবার ভোরে আজারবাইজান বোমা ও রকেট হামলা চালিয়েছে। মধ্যরাতে অস্ত্রবিরতি কার্যকরের মাত্র চার মিনিটের মধ্যেই তারা এ হামলা চালায়। আজারবাইজানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিবিসি। আজারবাইজান নগরী গাঞ্জায় শনিবার বড় ধরনের হামলায় শিশুসহ ১৩ জন প্রাণ হারানোর পর সর্বশেষ এ অস্ত্রবিরতি ঘোষিত হয়। তবে এর আগে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেন। এর আগে রুশ মধ্যস্থতায় যে অস্ত্রবিরতি ঘোষিত হয়েছিল তাও ভেঙে ফেলা হয়। আজারবাইজান ও আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা কারাবাখ-নাগরনোর নিয়ন্ত্রণ নিয়ে ১৯৯০ সালের পর থেকেই থেকে থেকে সংঘর্ষে লিপ্ত রয়েছে।
×