ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৈয়দপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফায়ার সার্ভিসের সদস্য আটক

প্রকাশিত: ১৯:২৭, ১৮ অক্টোবর ২০২০

সৈয়দপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফায়ার সার্ভিসের সদস্য আটক

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী ॥ সৈয়দপুরে অষ্টম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সবুজ(৪৫) নামে ফায়ার সার্ভিসের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার(১৮ অক্টোবর) দুপুরে ওই ফায়ার সার্ভিসের কর্মীকে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে। জানা যায়, শহরের পৌর ১ নং ওয়ার্ডের ওয়াবদা নতুন হাট এলাকার মৃত আইয়ুব মাষ্টারের ছেলে ও রংপুরের তারাগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের সদস্য এবং দুই সন্তানের জনক হলেন আবু সাঈদ সবুজ(৪৫)। তিনি দির্ঘদিন ধরে পাশবতি একই উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বুড়িরবাজার এলাকার সমলা গ্রামের তবারক আলীর মেয়েকে বার বার প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এক সময় অষ্টম শ্রেণীতে পড়–য়া স্কুল ছাত্রী হয়ে যায়। প্রেমের সম্পর্ক চলে ১ বছর ধরে। যোগাযোগের জন্য সবুজ তার প্রেমিকাকে ফোন কিনে দেয়। এক সময় ন্কুল ছাত্রীর অভিভাবকরা টের পেয়ে যান। পরে পরিবারের চাপে সবুজকে ফোনটি ফেরত দেয় স্কুল ছাত্রী। এতে যোগাযোগে সমস্যা হলে আবারও গোপনে ফোনটি দেন। অব্যহত থাকে যোগাযোগ। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের বাড়িতে ৩ মাস ধরে ইচ্ছার বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ভোগ করে। এরই জের ধরে শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে তাদের বাড়িতে যায়। সুযোগ পেয়ে আবারও সবুজ ধর্ষন করে। এ সময় তার বড় বোন দু'জনকে হাতে নাতে ধরে ফেলে। পরে সবুজকে আটক করে তাদের বাড়িতে আটক করে রাখা হয়। এ নিয়ে ন্কুল ছাত্রীর ও সকুজের পরিবারের মধ্যে রাতভর চলে মিমাংসার বৈঠক। এমনকি মোটা অংকের বিনিময়ে ঘটনা ধামাচাপা দেয়ার কৌশল করা হয়। তবে পরের দিন দুপুরে সৈয়দপুর থানা-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলে মেয়েকে আটক করে থানায় নিয়ে আসে। রাতে ন্কুল ছাত্রীর মা রশিদা বেগম বাদি হয়ে ধর্ষণ ও নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, আসামীকে ধর্ষন মামলার অভিযোগে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
×