ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্গা পূজা উপলক্ষে হিলি স্থলবন্দর ৭ দিন বন্ধ থাকবে

প্রকাশিত: ১৯:১৪, ১৮ অক্টোবর ২০২০

দুর্গা পূজা উপলক্ষে হিলি স্থলবন্দর ৭ দিন বন্ধ থাকবে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে টানা ৭ দিন ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করেছে ভারতীয় ব্যবসায়ীরা। ২২ অক্টোবর থেকে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এজন্য ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার মন্ডল স্বাক্ষরিত চিঠির মাধ্যমে উৎসবটি যথাযথভাবে পালনের লক্ষ্যে আগামী ২১-২৭ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আগামী ২১-২৭ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে সব রকম আমদানি-রফতানি থাকবে। একইসঙ্গে ২৮ অক্টোবর বুধবার থেকে বন্দর দিয়ে দু’দেশের মাঝে পুনরায় আন্তর্জাতিকভাবে আমদানি-রফতানি বাণিজ্য শুরু করা হবে। এদিকে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও শুধু সরকারি ছুটির দিন ২৬ অক্টোবর সোমবার ছাড়া হিলি স্থলবন্দরের ভেতরের সব কার্যক্রম চালু থাকবে বলে তিনি জানিয়েছেন।
×