ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডুয়েটে শেখ রাসেলের জন্মদিন পালিত

প্রকাশিত: ১৮:৩৩, ১৮ অক্টোবর ২০২০

ডুয়েটে শেখ রাসেলের জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার ॥ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন নানা আয়োজনে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দসহ সকল স্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে শেখ রাসেলের উপর ‘হৃদয়ে শেখ রাসেল’ শিরোনামে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সন্ধ্যায় "শেখ রাসেল-বাঙালির আবেগের নাম" এই বিষয়কে উপজীব্য করে ডিকুমেন্টারি প্রদর্শনী করা হয়। এছাড়া শহীদ রাসেল এর আত্মার শান্তি কামনা করে উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। দিনটির তাৎপয্য তুলে ধরে ডুয়েট শাখা ছাত্রলীগর উদ্যোগে পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ সহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়। শহীদ শেখ রাসেলের জন্মদিনের বিভিন্ন অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলরের দৈনন্দিন দায়িত্বে নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী।
×