ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডিআরইউ ফুটবলে জনকণ্ঠ-৭১ টিভি লড়াই সোমবার সকালে

প্রকাশিত: ১৭:৫২, ১৮ অক্টোবর ২০২০

ডিআরইউ ফুটবলে জনকণ্ঠ-৭১ টিভি লড়াই সোমবার সকালে

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ (ঢাকা রিপোটার্স ইউনিটি) মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের শেষ ষোলোতে নাম লিখিয়েছে দেশের শীর্ষ পত্রিকা দৈনিক জনকণ্ঠ। আজ রবিবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শেষ ৩২ এর ম্যাচে প্রতিপক্ষ নিউ নেশন মাঠে না আসায় ওয়াক ওভার পায় জনকন্ঠ। জনকণ্ঠের হয়ে মাঠে ছিলেন তপন বিশ্বাস, নিখিল মানখিন, রাজন ভট্টাচার্য, রুমেল খান (অধিনায়ক), জাহিদুল আলম জয় ও নিয়াজ আহমেদ লাবু। আগামীকাল সোমবার শেষ ষোলোতে জনকন্ঠের প্রতিপক্ষ ৭১ টেলিভিশন। একই ভেন্যুতে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। ম্যাচটি জিতলে কোয়ার্টার ফাইনালের টিকেট পাবে টিম জনকণ্ঠ। এর আগে দীর্ঘ ছয়মাসেরও বেশি সময় স্থগিত থাকার পর ৭১ টিভি ও বাংলাদেশ প্রতিদিনের ম্যাচ দিয়ে ফের মাঠে গড়ায় ডিআরইউ ফুটবল। গত মার্চ মাসে মহামারী করোনাভাইরাসের কারণে মাঝপথে টুর্নামেন্ট স্থগিত করা হয়। জনকণ্ঠ ও ৭১ টিভি ছাড়াও প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে ভোরের কাগজ, বার্তা ২৪, একুশে টিভি ও আরটিভি। প্রথম ম্যাচে ৭১ টিভি ২-০ গোলে বাংলাদেশ প্রতিদিনকে পরাজিত করে। জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছেন ৭১ টিভির জেমসন মাহবুব। দ্বিতীয় ম্যাচে ভোরের কাগজ ১-০ গোলে খোলা কাগজকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন ভোরের কাগজের আলী ইব্রাহীম। তৃতীয় ম্যাচে বার্তা ২৪ ডটকম টাইব্রেকারে ৩-০ গোলে সময়ের আলোকে পরাজিত করে। নির্ধারিত সময়ের ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। ম্যাচ সেরা হয়েছেন বার্তা ২৪ এর গোলরক্ষক সেরাজুল ইসলাম সিরাজ। পরের ম্যাচটিও টাইব্রেকারে ফলাফল নিস্পত্তি হয়। একুশে টিভি ৩-১ গোলে কালের কন্ঠকে পরাজিত করে। নির্ধারিত সময়ে ম্যাচটি গোল শূন্য ছিল। ম্যাচ সেরা হয়েছেন একুশে টিভির আল আমিন আজাদ। প্রতিপক্ষ মাঠে না আসায় জনকণ্ঠের মতো আরটিভিও ওয়াক ওভার লাভ করে। বিভিন্ন খেলায় অতিথি হিসেবে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় তারকা ফুটবলার গোলাম গাউস ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ। কাল জনকণ্ঠ-একাত্তর ছাড়া শেষ ষোলোর অন্যান্য ম্যাচে মুখোমুখি হবে জিটিভি-আমাদের সময়, আজকালের খবর-মানবজমিন, নয়াদিগন্ত-জাগোনিউজ, ডেইলি সান-যুগান্তর ও একুশে টিভি-ভোরের কাগজ।
×