ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টা ॥ মামলা

প্রকাশিত: ১৪:২৯, ১৮ অক্টোবর ২০২০

পঞ্চগড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টা ॥ মামলা

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সদর থানায় মামলা হয়েছে। শনিবার রাতে অন্তঃসত্ত্বা নারী বাদী হয়ে মো. আলম (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন। আলম পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রি এবং বিবাহিত। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে অভিযুক্ত আলম ও তার পরিবারের সদস্যরা নির্যাতিতা নারীকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিচ্ছেন। ফলে ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন । অভিযোগে জানা যায়, পঞ্চগড় পৌর এলাকার তুলারডাঙ্গা মহল্লার বাসিন্দা ধর্ষণ চেষ্টার শিকার ওই নারী তার স্বামীসহ বাড়ির সামনে ছোট্ট একটি চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। গত বৃহস্পতিবার রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে দোকান থেকে বের হয়ে বাড়ি গেলে একই এলাকার টিউবওয়েল মিস্ত্রি আলম ওই নারীর পিছু নেয়। বাড়িতে গিয়ে নারীর ঘরে তালা দেখে টয়লেটে গিয়ে নারীকে জাপ্টে জোরপুর্বক ধর্ষণ চেষ্টা করে। আলমকে ধাক্কা দিয়ে বের হয়ে টিউবওয়েল পাড়ে গিয়ে হাত-মুখ ধুতে গেলে সেখানেও আলম মুখ চেপে ধরে ধর্ষণ চেষ্টা করে। এ সময় অন্তঃসত্ত্বা নারীর শাশুড়ি বাড়িতে ঢুকে নারীকে ডাকলে আলম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ধস্তাধস্তিতে ওই অন্তঃসত্ত্বা পেটে প্রচন্ড আঘাত পান। রাতেই তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) জামাল হোসেন ধর্ষণ চেষ্টার অভিযোগে এক অন্তসত্তা নারীর মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
×