ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেহেরপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা

প্রকাশিত: ০১:৩৩, ১৮ অক্টোবর ২০২০

মেহেরপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা

সংবাদদাতা, মেহেরপুর, ১৭ অক্টোবর ॥ রুবিনা খাতুন (২০) নামের এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রুবিনা খাতুনের খালা রিজিয়া পারভীন বাদী হয়ে পালাতক স্বামী মিলন হোসেনকে আসামি করে শনিবার সকালে গাংনী থানায় মামলা দায়ের করেন। এদিকে গৃহবধূকে পুড়িয়ে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবাইদুর রহমান। উল্লেখ্য, শুক্রবার সকালে মৃত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে রুবিনার তার মরদেহ ফেলে পালিয়ে যায় তার স্বামী। যৌতুকের জন্য নির্যাতন করে আগুনে পুড়িয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন রুবিনার পিতার পরিবারের সদস্যরা। নিহত রুবিনা খাতুনের দুই বছর বয়সী এক কন্যা শিশু রয়েছে। কর্ণফুলী গ্যাসের সাবেক সিবিএ নেতা ইয়াবাসহ গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি খালেক সাইফুল্লাহ টিটু ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। তিনি কর্ণফুলী গ্যাসের বিক্রয় সহকারী। পুলিশ জানিয়েছে, তাকে কসমোপলিটন আবাসিক এলাকা থেকে ২৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ জানতে পেরেছে, দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিল সে।
×