ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ উদ্ধার চলছে লালমনিরহাটে

প্রকাশিত: ০১:৩২, ১৮ অক্টোবর ২০২০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ উদ্ধার চলছে লালমনিরহাটে

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৭ অক্টোবর ॥ সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের বুদার বাঁশেরতল গ্রামে উঁচুজমি খননের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত এক ইঞ্জিনবিশিষ্ট যুদ্ধ বিমানের কয়েক টুকরো ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এ ঘটনায় জেলা শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে বিমানের এই ধ্বংসাবশেষ এক নজর দেখতে বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ ভিড় জমায়। অতিরিক্ত পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়েছে। জানা গেছে, শনিবার সকালে বিমানবাহিনীর বিশেষায়িত সদস্যগণ মাটির নিচ হতে ১টি ফুয়েল বার্নিং এডজাস্ট, ২টি লেন্ডিং এয়ার, ১টি ট্রোপেলার ইঞ্জিনসহ কিছু সংখ্যক এয়ারক্রাফট ও এ্যামুনেশন উত্তোলন করেছে। খনন কাজ চলছে। খনন শেষে আইএসপিআরের মাধ্যমে পূর্ণাঙ্গ তথ্য মিডিয়াকে জানানো হবে।
×