ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কার্যতালিকায় দেয়ার নির্দেশ

প্রকাশিত: ০০:৫৭, ১৮ অক্টোবর ২০২০

কার্যতালিকায় দেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগ থেকে প্রতিদিন যেসব আদেশ বা রায় হচ্ছে বা শুনানি কোন অবস্থায় রয়েছে তার সংক্ষিপ্ত ফল প্রতিদিন দ্রুততম সময়ে অনলাইনে কার্যতালিকায় তুলে ধরতে বেঞ্চ অফিসারদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। আইনজীবী ও মামলার বিভিন্ন পক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে দ্রুততম সময়ের মধ্যে মামলার ফল জানাতে এবং নথি ব্যবস্থাপনা হালনাগাদ করার গতি বাড়াতে এ নির্দেশনা দেয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর এ নির্দেশনা জারি করেছেন। নির্দেশনায় বলা হয়েছে, ‘হাইকোর্ট বিভাগের প্রতি কার্যদিবসের কার্যতালিকা নিয়মিতভাবে সুপ্রীমকোর্ট ওয়েবসাইটে প্রচারিত হয়ে থাকে।
×