ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধর্ষণের শাস্তি মৃত্যুদ- আইওয়াশ ॥ ড. মোশাররফ

প্রকাশিত: ০০:৫৬, ১৮ অক্টোবর ২০২০

ধর্ষণের শাস্তি মৃত্যুদ- আইওয়াশ ॥ ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ ধর্ষণের শাস্তি মৃত্যুদ-ের বিধানকে আইওয়াশ বলছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এর মাধ্যমে জনগণকে আইয়াশ করা হয়েছে। মৃত্যুদ- কখনও ধর্ষণ কমাতে পারে না। যেখানে সরকারই অনৈতিক, সেখানে অনৈতিক কাজের জন্য শাস্তির মাধ্যমে ন্যায় ফিরে আসবে না। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে এই মন্তব্য করেন। দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচীর আয়োজন করা হয়। ড. মোশাররফ বলেন, একটি অবৈধ সরকার দেশের ঘাড়ে বসে আছে। এই সরকারের হাতে বারে বারে গণতন্ত্র হত্যার শিকার হয়েছে। এখন ধর্ষণের খেলায় নেমেছে। বিএনপি নেত্রীকে অন্যায়ভাবে সাজা দিয়েছে এই সরকার। সেই সরকারের মুখে ন্যায়বিচারের কথা মানায় না। ক্যাসিনো, জুয়ার আড্ডা হতো, ধর্ষণ নিয়ে মেতে আছে তাদের দলের ক্যাডাররা। এই সরকার ক্ষমতায় থাকলে গুম-খুন কখনও বন্ধ হবে না। সময় এসেছে এর বিরুদ্ধে প্রতিরোধ করার। দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে দেশকে রক্ষা করতে এর বিকল্প নেই। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে আরও বক্তব্য রাখেন মহিলা দলের কেন্দ্রীয় নেতা নিলুফার মনি, হেলেন জেরিন খান প্রমুখ। এদিকে শনিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন নোভেল করোনাভাইরাসের চেয়েও বর্তমান স্বৈরাচারী দখলদার সরকার বেশি ভয়ঙ্কর।
×