ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩০ অক্টোবরের মধ্যে সরকারী কর্মচারীদেও ৭ দাবি পূরণের আহ্বান

প্রকাশিত: ০০:৫৫, ১৮ অক্টোবর ২০২০

৩০ অক্টোবরের মধ্যে সরকারী কর্মচারীদেও ৭ দাবি পূরণের আহ্বান

বিশেষ প্রতিনিধি ॥ নবম পে-স্কেল ঘোষণা, বিনা সুদে ৩০ লাখ থেকে ৫০ লাখ টাকা গৃহনির্মাণ ঋণ প্রদান, চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ানোসহ সাত দফা দাবি পূরণে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন সরকারী কর্মচারীরা। এর মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলনে যাবেন তারা। শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যাণ ফেডারেশন ও বাংলাদেশ সরকারী কর্মচারী সংহতি পরিষদের নেতারা এ কথা জানান। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মোঃ নিজামুল ইসলাম ভূঁইয়া (মিলন)। সংবাদ সম্মেলনের দাবি-দাওয়া সংবলিত লিখিত বক্তব্য পেশ করেন বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার। নিজামুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর কাছে ৭ দফা দাবি বিবেচনার জন্য পাঠানো হয়েছে। আমরা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে দাবি পূরণ না হলে ৮ বিভাগে সাংগঠনিক সফর হবে। সব বিভাগে আমরা মিটিং করব। সফর শেষে ঢাকায় প্রতিনিধি সভা হবে। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি আদায়ে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে। লিখিত বক্তব্যে খায়ের আহমেদ মজুমদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের আইনশৃঙ্খলা ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের সব সরকারী উন্নয়ন কর্মসূচীর সফল বাস্তবায়নে সরকারী কর্মচারীরা প্রধান চালিকাশক্তি। শুধু তাই নয়, প্রজাতন্ত্রের কর্মচারীরাই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়নের বার্তা তৃণমূলের জনগণের কাছে পৌঁছে দেয়ার নির্ভরযোগ্য মাধ্যম।
×