ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাশবিকতা ও শিশু হত্যা রোধে প্রতিরোধ চাই ॥ খেলাঘর

প্রকাশিত: ০০:৫৫, ১৮ অক্টোবর ২০২০

পাশবিকতা ও শিশু হত্যা রোধে প্রতিরোধ চাই ॥ খেলাঘর

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী অব্যাহত শিশু হত্যা, নির্যাতনসহ নির্মম পাশবিকতা রোধে দোষীদের দ্রুতবিচার ও রায় কার্যকর করার পাশাপাশি সামাজিকভাবে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাঘর আয়োজিত এক মানববন্ধন কর্মসূচী থেকে এ আহ্বান জানান সংগঠকরা। দেশব্যাপী অব্যাহত শিশু হত্যা, নির্যাতনসহ নির্মম পাশবিকতার বিরুদ্ধে ঢাকাসহ জেলায়-জেলায় প্রতিবাদ কর্মসূচীর ডাক দেয় সংগঠনটি। এ দিন খেলাঘরের শাখা ও জেলা সংগঠন স্থানীয়ভাবে মানববন্ধন, মৌন মিছিল, অবস্থানসহ নানা প্রতিবাদ কর্মসূচী পালন করে। কেন্দ্রীয়ভাবে রাজধানীতে আয়োজিত কর্মসূচীতে অংশ নিয়ে বক্তারা বলেন, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা কেউ এর দায় এড়াতে পারি না। অর্থাৎ আমাদের সকলের উচিত শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সুন্দর ও নিরাপদ শৈশব নিশ্চিত করা। মানববন্ধনে রাজধানীর বিভিন্ন্ শাখা আসর, ঢাকা মহানগর কমিটি, কেন্দ্রীয় সংগঠকরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহিদ। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা, হান্নান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সুনীল সরকার, সাহাবুল ইসলাম বাবু, সম্পাদকম-লীর সদস্য নসরু কামাল খান, সাংবাদিক রাজন ভট্টাচার্য, আসমা আব্বাসি উর্মি, আশরাফ খোকন প্রমুখ।
×