ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কর্ণফুলী রক্ষায় সাম্পান খেলা ও সাংস্কৃতিক মেলা

প্রকাশিত: ০০:৫৩, ১৮ অক্টোবর ২০২০

কর্ণফুলী রক্ষায় সাম্পান খেলা ও সাংস্কৃতিক মেলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশের অর্থনীতির প্রাণ চট্টগ্রাম বন্দর। আর সেই বন্দরের প্রাণ কর্ণফুলী নদী। দূষণ ও দখলে এই নদী বিপর্যস্ত হয়ে আছে। এমনকি ড্রেজিংও হচ্ছে না নিয়মিত। এ অবস্থায় এই নদীকে বাঁচাতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হলো সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা। শুক্রবার প্রথম দিনে নগরীর অভয়মিত্র ঘাট থেকে কর্ণফুলী সেতু পর্যন্ত অনুষ্ঠিত হয় সাম্পান শোভাযাত্রা। শনিবারের সাম্পান খেলা উপলক্ষে নদীর দু’পাশে এ সাম্পান খেলা দেখতে শ’ শ’ মানুষের ভিড় জমে। উল্লসিত মানুষ, কিন্তু সকলের আকুতি ছিল এ নদীকে বাঁচানোর জন্য জরুরী উদ্যোগ গ্রহণ। সাম্পান খেলায় চ্যাম্পিয়ন হয় শিকলবাহা ব্লক পাড়। বাদ্যযন্ত্রের তালে তালে আর বৈঠার শব্দে কর্ণফুলীর বুকে ছুটে চলে খেলায় অংশগ্রহণকারী সাম্পান। সঙ্গে মাঝি, মাল্লা ও দর্শকদের হৈহুল্লুড়। এর পাশাপাশি দু’পাড়ে বসে চাটগাঁইয়া সংস্কৃতির লোকজ মেলা। এর আগে বেলুন উড়িয়ে এ খেলা উদ্বোধন করেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। পরে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। নান্দনিক এই সাম্পান খেলা প্রতিযোগিতায় ১০টি দল অংশ নেয়।
×