ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লাবণ্যের সাফল্যের অর্ধযুগ

প্রকাশিত: ০০:৩৪, ১৮ অক্টোবর ২০২০

লাবণ্যের সাফল্যের অর্ধযুগ

সংস্কৃতি ডেস্ক ॥ এই সময় বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত যে প্রিয় মুখটিকে উপস্থাপনায় দেখা যায় তিনি হচ্ছেন রুহানী সালসাবিল লাবণ্য। লাবণ্য নামেই সবাই তাকে বেশি চিনেন জানেন। অর্ধযুগেরও বেশি সময় ধরে উপস্থাপনাতেই নিজেকে প্রতিষ্ঠিত করে এগিয়ে চলেছেন আগামীর পথে। অবশ্য উপস্থাপনার পাশাপাশি একজন নৃত্যশিল্পী হিসেবেও সমাদৃত লাবণ্য। শখের বশে অভিনয়ও করেন তিনি। লাবণ্যর মা আঞ্জুমান শাহীনা জামানীর স্বপ্ন ছিল তার মেয়ে সবকিছু করবে। মায়ের সেই স্বপ্নই পূরণ করার চেষ্টায় মগ্ন লাবণ্য। তার সেই স্বপ্ন পূরণে তার বাবা ইকবাল হোসেইনও তাকে অনুপ্রেরণা দেন। বগুড়ার মেয়ে লাবণ্যও উপস্থাপনায় যাত্রা শুরু ২০১৪ সালে এশিয়ান টিভি ও দেশ টিভিতে দু’টি ভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার মধ্যদিয়ে। ছোটবেলায় তিনি বগুড়া থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সেখানেই মঞ্চ নাটকের পাশাপাশি উপস্থাপনা করতেন। বগুড়ায় যখন পড়াশুনার পাশাপাশি তিনি কালচারাল এক্টিভিটিজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তখন শিক্ষকরা তারই উদাহরণ দিতেন যে বিভিন্ন ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত থেকেও ভাল ছাত্র হওয়া যায়। বিষয়টি লাবণ্যকে ভীষণ পুলকিত করত। লাবণ্য এই মুহূর্তে একুশে টিভির রূপ লাবণ্য, এনটিভির স্বর্ণালী সন্ধ্যা, বিটিভির তারানা, এসএ টিভির হাইট এ্যান্ড ফ্যাশন, জিটিভির স্বপ্নবাড়ি, আরটিভির মিউজিক স্টেশন, এশিয়ান টিভির এশিয়ান মিউজিকে নিয়মিত উপস্থাপনা নিয়েই ব্যস্ত আছেন তিনি। করোনার লকডাউনের মধ্যেও লাবণ্য তিনটি কর্পোরেট শো’র উপস্থাপনা করেছেন। এটিএন বাংলায় তার অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’ প্রচার হচ্ছে। এতে তিনি জোহরা চরিত্রে অভিনয় করছেন। লাবণ্য একজন স্থপতি। ২০১৬ সালের ১০ আগস্ট তিনি স্থপতি নাজমুল হক নাঈমকে বিয়ে করেন। আজ লাবণ্যর জন্মদিন।
×