ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতিসংঘ মানবাধিকার কর্মীদের ভিসা বন্ধ করেছে ইসরাইল

প্রকাশিত: ০০:৩০, ১৮ অক্টোবর ২০২০

জাতিসংঘ মানবাধিকার কর্মীদের ভিসা বন্ধ করেছে ইসরাইল

অবৈধ তৎপরতার কোন খবর যাতে প্রচার না পায় সেজন্য ইসরাইল জাতিসংঘের মানবাধিকার কর্মীদের ফিলিস্তিনে প্রবেশ করতে দিচ্ছে না। এমনকি যারা ইসরাইলে আছে, তাদেরও জোর করে বের করে দেয়া হচ্ছে। একই সঙ্গে ফিলিস্তিনী পপ তারকা মোহাম্মদ আসাফকেও ফিলিস্তিনে প্রবেশ করতে দিচ্ছে না বলে জানা গেছে। খবর আল জাজিরার। নতুন করে ভিসা না দেয়ায় কান্ট্রি ডিরেক্টর জেমস হিনানসহ নয় জাতিসংঘ মানবাধিকার কর্মকর্তা ও কর্মী ইসরাইল-ফিলিস্তিন সীমান্ত থেকে চলে আসেন। ফেব্রুয়ারি মাসে জাতিসংঘ মানবাধিকার কমিশন পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের সঙ্গে জড়িত রয়েছে, এ রকম ১০০টি কোম্পানির তালিকা প্রকাশের পর ইসরাইল জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। হিউম্যান রাইটস ওয়াচের ইসরাইল-ফিলিস্তিন অঞ্চলে পরিচালক ওমর শাকির বলেছেন, ইসরাইল মানবাধিকার সংস্থার পর্যবেক্ষকদের জোর করে বের করে দিয়েছে। তাদের উদ্দেশ্য ফিলিস্তিনে তাদের অবৈধ তৎপরতার কোন খবর যাতে প্রচার না পায়। এটা হলো ফিলিস্তিনের ওপর তাদের চালানো দমন-পীড়ন গোপন করার কুৎসিত কৌশল।
×