ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই কর্মজীবী নারীকে আপত্তিকর প্রস্তাব, রেলপথ অবরোধ

প্রকাশিত: ০০:২৩, ১৮ অক্টোবর ২০২০

দুই কর্মজীবী নারীকে আপত্তিকর প্রস্তাব, রেলপথ অবরোধ

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ১৭ অক্টোবর ॥ আপত্তিকর প্রস্তাবে সম্মতি না দেয়ায় পৌরসভার সাবেক মেয়রের বাড়ির কেয়ারটেকারের হাতে লাঞ্ছিত হয়েছে রেলওয়ে প্রকৌশল বিভাগের এক কর্মজীবী নারী। এই ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে রেলওয়ে উক্ত বিভাগের কর্মচারীরা প্রায় ৪৫ মিনিট ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে রাখে। শনিবার ঘটে এ ঘটনা। জানা গেছে, দুপুর দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ধামাইল এলাকায় সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট কায়সার আহম্মেদের বাড়ির সামনে রেললাইনের ওভারহেলিংয়ের কাজ করছিল রেলওয়ের প্রকৌশল শাখার দুই নারীসহ ৪/৫ কর্মচারী। ওই বাড়ির কেয়ারটেকার লিটন ওরফে বাশু লিটন (৪৮) দুই কর্মজীবী নারীকে অশ্লীল কথাবার্তা বলে উত্ত্যক্ত করতে থাকে এবং কুপ্রস্তাব দেয়। লিটন এই দুই নারীকে মেয়রের বাড়ির ভেতর হাফিজুলের কাছে যেতে বলে। এ সময় কেয়ারটেকার বাশু লিটন রেলের পুরুষ কর্মচারীদের লাঠি ও অস্ত্রের ভয় দেখিয়ে ধাওয়া দেয়। এ ঘটনার প্রতিবাদে রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মচারীরা বিকেল সাড়ে চারটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে রাখে।
×