ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

করোনায় সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের মৃত্যু

প্রকাশিত: ০০:১১, ১৮ অক্টোবর ২০২০

করোনায় সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা এ কে এম মোশাররফ হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৮টায় তিনি মারা যান বলে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন। খবর বিডিনিউজের। বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের বয়স হয়েছিল ৮৩ বছর। ডাঃ জাহিদ বলেন, একে এম মোশাররফ হোসেন নানা রোগে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এরমধ্যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মোশাররফ হোসেনের দুই ছেলের একজন যুক্তরাষ্ট্র প্রবাসী। রাতেই তার মরদেহ গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায় নেয়া হচ্ছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তারা জানান, রবিবার বাদ জোহর ময়মনসিংহ ঈদগাহ মাঠে এবং বাদ আছর মুক্তাগাছা খেলার মাঠে মোশাররফ হোসেনের জানাজা হবে। এরপর মুক্তাগাছায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। একে এম মোশাররফ হোসেন বাংলাদেশ সরকারের সচিব ছিলেন। চাকরি থেকে অবসর নেয়ার পর ১৯৯৬ সালে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। ১৯৯৬ সালে ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসন থেকে দলীয় মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরে চারদলীয় জোট সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হয়েছিলেন তিনি।
×