ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ক্যারিয়ার

এসএসসির পর কর্মমুখী শিক্ষা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

প্রকাশিত: ০০:০৬, ১৮ অক্টোবর ২০২০

এসএসসির পর কর্মমুখী শিক্ষা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

বাংলাদেশের বস্ত্র ও পোশাক শিল্প দেশের উন্নয়নের প্রধান অন্যতম প্রধান খাত। এ খাতে সর্বোচ্চসংখ্যক মানুষের কর্মসংস্থান হয়েছে। আসুন জেনে নেই এ বিষয়ে পড়ার বিস্তারিত। কেন ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং? এসএসসি পাস করার পর ডিপ্লোমা ইন টেক্সটাইল এবং গার্মেন্টস ডিজাইন এ্যান্ড প্যাটার্ন মেকিং বিষয়ে পাস করলে কর্মক্ষেত্রে প্রবেশ তুলনামূলক সহজ। এ ছাড়া ডিপ্লোমা পাসের পর চাকরির পাশাপাশি বিএসসি এবং এমএসসিসহ উচ্চতর ডিগ্রী অর্জনের সুযোগ রয়েছে। পেশা যখন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষিকা রেবেকা মনসুর বলেন, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাসের পরপরই টেক্সটাইলের বিভিন্ন বিভাগ যেমন স্পিনিং ফেব্রিক , ওয়েট প্রসেস ও গার্মেন্টস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির করার সুয়োগ। তাছাড়া মার্চেন্ডডাইজারসহ জুট মিলে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। পেশা যখন গার্মেন্টস ডিজাইন এ্যান্ড প্যাটার্ন মেকিং ৫০০০-এর অধিক গার্মেন্টস এ বিভিন্ন বিভাগ যেমন কোয়ালিটি কন্টোল, কাটিং, সুইং, স্যামপলিং, ফেব্রিক সেকশনসমূহ ও প্যাটার্ন ডিজাইন বিভাগে প্রচুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাহিদা রয়েছে। তাছাড়া দেশে-বিদেশে বায়িং হাউসগুলোতে কর্মক্ষেত্রের সুযোগ রয়েছে। বর্তমানে ২০২০-২১ শিক্ষাবর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন টেক্সটাইল এবং গার্মেন্টস ডিজাইন এ্যান্ড প্যাটার্ন মেকিং প্রোগ্রামে ভর্তি চলছে। যোগাযোগ : রোড# ১২, বাড়ী# ২/বি, মিরপুর রোড, ধানম-ি, ঢাকা। ০১৭১৩৪৯৩২৪৬, ০১৮৩৩১০২৮১০
×