ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাক্যাট আয়োজন করছে ‘অকশন ইন এ্যাকশন’

প্রকাশিত: ২৩:৪৭, ১৮ অক্টোবর ২০২০

বাংলাক্যাট আয়োজন করছে ‘অকশন ইন এ্যাকশন’

বাংলাক্যাট প্রথমবারের মতো অবকাঠামো নির্মাণকার্যে ব্যবহৃত ভারি বাহন ও মেশিন নিয়ে করতে যাচ্ছে নিলাম হাট- ‘অকশন ইন এ্যাকশন’। এই প্রিমিয়াম নিলাম অনুষ্ঠানে সকল মেশিনের পরিচিতি তুলে ধরা হবে এবং উপস্থিত সকলের সামনে প্রদর্শিত হবে। বাংলাদেশে ক্যাটারপিলার ইনক আমেরিকার অনুমোদিত ডিলার হিসেবে বাংলা ট্র্যাক লিমিটেড, যা বাংলাক্যাট ব্র্যান্ড নামে পরিচিত, আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ক্যাটারপিলারের বিভিন্ন মডেলের ব্যবহৃত ও রিকন্ডিশনড কনস্ট্রাকশন মেশিন ও বাহনগুলো নিলাম ডেকে প্রদর্শনীর জন্য উন্মুক্ত রাখতে যাচ্ছে। অনুষ্ঠানটি কোম্পানি তাদের নিজস্ব রেন্টাল ইয়ার্ডে অনুষ্ঠিত করতে যাচ্ছে, যা বাংলাদেশে অবকাঠামো নির্মাণকার্যে ব্যবহৃত ভারি বাহন ও মেশিন রাখার জন্য সর্ববৃহৎ রেন্টাল ইয়ার্ড হিসেবে পরিচিত। বাংলাক্যাটের এই রেন্টাল ইয়ার্ডটি মঠবাড়ী, পুবাইল, উলুখোলা, গাজীপুরে অবস্থিত। -বিজ্ঞপ্তি
×