ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাথাপিছু জিডিপিতে ভারতকে ‘পেছনে ফেলবে’ বাংলাদেশ

প্রকাশিত: ২৩:৪৭, ১৮ অক্টোবর ২০২০

মাথাপিছু জিডিপিতে ভারতকে ‘পেছনে ফেলবে’ বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন করোনাভাইরাস লকডাউনের কারণে অর্থনীতির মারাত্মক সঙ্কোচনের কারণে ২০২০ সালে মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ ভারতকে পেছনে ফেলবে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শীর্ষ প্রতিবেদন ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের বরাত দিয়ে বিজনেস টুডে এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। আইএমএফের হিসাব উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ৪ শতাংশ বেড়ে এক হাজার ৮৮৮ ডলারে উন্নীত হতে পারে। অন্যদিকে, ভারতের মাথাপিছু জিডিপি সাড়ে ১০ শতাংশ কমে ১ হাজার ৮৭৭ ডলারে নামবে বলে অনুমান করা হচ্ছে, যা গত চার বছরে সর্বনিম্ন। সে হিসেবে ভারত দক্ষিণ এশিয়ার তৃতীয় দরিদ্রতম দেশ হবে, যেখানে কেবলমাত্র পাকিস্তান ও নেপালের মাথাপিছু জিডিপি কম হবে, আর ভুটান, বাংলাদেশ, মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভারতকে ছাড়িয়ে যাবে। প্রতিবেদনে বলা হয়, মহামারীর কারণে শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের অর্থনীতি। নেপাল ও ভুটান অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জন করবে। তবে আইএমএফ পাকিস্তানের ২০২০ বা তার পরের ডেটা প্রকাশ করেনি।
×