ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেমডিসিভির মৃত্যু ঠেকাতে পারে না

প্রকাশিত: ২৩:২০, ১৮ অক্টোবর ২০২০

রেমডিসিভির মৃত্যু ঠেকাতে পারে না

* রেমডিসিভির নামক এ্যান্টিভাইরাস ওষুধটা করোনার মৃত্যু ঠেকাতে পারে না- সে ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করেছে। * সম্প্রতি ৩০টি দেশের ১২০০০ রোগীর ওপর সলিডারিটি ট্রায়ালের মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হলো । * এর আগে গিলিয়েড কোম্পানি দাবি করেছিল রেমডিসিভির করোনায় কার্যকর। * ৩০০ রোগী যারা এই ওষুধ পেয়েছিল এবং ৩০০ যারা এই ওষুধ পায়নি- সেখানে রেমডিসিভির কোন উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি। * আরও ৩ টি ওষুধ, তার মধ্যে হাইড্রোক্সিক্লোরোকিন সম্পর্কে আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিষেধ করেছিল। এখন আবার লোপানিভির, যা কিনা এইডস্ রোগে ব্যবহার হয় এবং ইনটারফেরন -এই দুটি ওষুধও করোনাতে কোন কাজ করে না, তা সংস্থাটি প্রকাশ করেছে। * সম্প্রতি ট্রাম্পের শরীরে রেমডিসিভির ব্যবহৃত হলে হৈচৈ পড়ে গিয়েছিল । * এখন দেশে দেশে করোনা গাইডলাইনে কিভাবে পরিবর্তন আসবে, তা নিয়ে বিশেষ কমিটি কাজ করবে বলে জানা যায়। -ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×